বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা পশ্চিম পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক;

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলন মাওলানা মনির আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ও মাস্টার নুরুল ইসলামের সঞ্চলনায় আজ ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিভাগীয় সাংগঠনিক সচিব জননেতা আলহাজ্ব মাওলানা এস এম শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রচার সচিব মাস্টার আবুল হোসাইন, অধ্যক্ষ ডি.আই.এম জাহাঙ্গীর আলম, কাজী বদরুজ্জামান নঈমী, হাফেজ আব্দুর রহিম,মাওলানা গিয়াস উদ্দীন নেজামী।

কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট’র সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠিত সভায় আগামী ২বৎসরের জন্য মাওলানা মনির আহমদ আনোয়ারীকে সভাপতি, হাফেজ মুহাম্মদ নুরুল আলম, মাওলানা নুর মুহাম্মদ আনোয়ারীকে সহ সভাপতি, মুহাম্মদ রফিকুল ইসলাম তৈয়বীকে সাধারণ সম্পাদক, মাওলানা শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাস্টার নুরুল ইসলামকে অর্থ সম্পাদক, মাস্টার আব্দুল আলিমকে দপ্তর সম্পাদক, মাওলানা এস এম আরাফাত হোসাইন সিরাজীকে প্রচার সম্পাদক, ব্যাংকার মুহাম্মদ মহিউদ্দীনকে তথ্য ও গবেষণা সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

মিলাদ কিয়াম শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা, বিশ্বে নিপীড়িত মুসলিমদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।