নারীদের মূল্যায়ন; স্বর্ণা তালুকদার

স্বর্ণা তালুকদার ;

কবি ছড়াকার বাচিক শিল্পী ঢাকা,বাংলাদেশ।

“সমাজ দেশ আজ এগিয়ে যাচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে এতে কোন সন্দেহ নেই। নারীরা মুখে নয় কাজে বিশ্বাসি।সন্তান সংসার সামলিয়ে হিমশিম খেলে ও নিজের জন্য কিছু টা সময় নিজেকে নিয়ে ও চিন্তিত সেটা দোষের কিছু নয়।

কিন্তু সমাজ ব্যবস্থার কারনে জটিলতা পরিস্থিতি হয় অনেক সময়। একটা সময় ছিল নারীদের শুধু গৃহমুখী কিন্তু এখনকার সময়ে সেটা নয়।

গৃহে কিছুটা সহজ পদ্ধতিতে দ্রুত সময়ে কাজ সেরে কিছু সময় অতিবাহিত করছে নারীরা বাহিরে।নারীদের এখন শুধু রূপ বিবেচনা করে মূল্যায়ন করছে না কাজের মাধ্যমে মানুষ হিসেবে কেমন সেটা মূল্যায়ন হচ্ছে যদি ও সবাই নয়।আলোকিত নারী কি শুধু রুপের কারনে গ্রহণযোগ্য নয় নিজ কর্ম চিন্তা চেতনায় স্বচ্ছতায় সমাজে সম্মানিত হচ্ছে তার উদাহরণ বিরল নয়।নারী কোমলতা মায়া মমতায় সরলতায় সুন্দর।

আজকাল নারীরা অনেক সাহসী এবং সুযোগ পাচ্ছে নিজেদের প্রমান করতে যা আগে খুব ই কষ্ট ছিল। পারিবারিক সহযোগী তা পায়না এখনো অনেক নারী। নারীরা নারীদের সাথে বিরোধ করছে সংসারে বাহিরে অনেক সময়। শুধু রূপের কোন দাম নেই কারন কর্ম চিন্তা চেতনায় প্রকাশিত হয় গ্রহণযোগ্যতা ততই বেশি হয় যা বলার অপেক্ষা রাখেনা।

সকলের ভালোবাসার পাত্রী হওয়া এতটা সহজ নয় জগৎ সংসারে এর জন্য অনেক ত্যাগ করতে হয় নারীরা যেন সৃজনশীল কাজে এবং প্রতিভাশীল নারীদের যেন শ্রদ্ধা করা কাজে জড়িত হয় এজন্য পারিবারিক সহযোগীতা অনুপ্রেরণা দরকার কারন ব্যাহিক চাকচিক্য সাময়িক সেটা কিছুক্ষনের জন্য সবাই হতে পারে কিন্তু মানবিকতা বিবেক বিবেচনা সবার থাকেনা।

নারীদের অবশ্য কাজে সহায়তা প্রদান করতে হবে প্রতিষ্ঠানিক ভাবে ও।সুন্দর করে বাঁচতে চায় সবাই নিরাপদ আশ্রয়ে থাকুক সকল নারীরা।