বরুমচড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনোয়ারা বরুমচড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল ১৪ মার্চ (শুক্রবার) বিকেল ৫টায় উপজেলার ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম মঞ্জুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহমদ নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন,প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউল করিম চৌধুরী জকু,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, মিসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ,সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী,দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে বক্তারা বলেন,ফ্যাসিষ্ট হাসিনা পালানোর মধ্যদিয়ে দীর্ঘদিন পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এভাবে খোলা জায়গায় ইফতার মাহফিল করার সুযোগ পেয়েছে৷ কিছু নব্য বিএনপি এসব ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ব্যস্ত। কিন্তু ত্যাগী এবং প্রবীণ বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগকে পুনর্বাসন করতে দিবে না। তাই আনোয়ারা উপজেলার বিএনপি আজ এসব নব্য বিএনপি এবং ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য বদিউল আলম,সাবেক প্রচার সম্পাদক ইউনুচ চৌধুরী,রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বদরুল হক চৌধুরী, চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, পরৈকোড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাফর, বিএনপি নেতা শহিদুল ইসলাম, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিচ, বরুমচড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন শিপু,ছাত্রদল নেতা এডভোকেট ওয়াহিদ,ইকবাল হোসেন জুয়েল,আলমগীর,বাহাদুর,আব্বাস নুর প্রমুখ।