রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্স’র সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি;

চট্টগ্রামে মাহে রমজান মাস উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্সের উদ্যোগে নগরীর আকবরশাহ এলাকায় অবস্থিত বায়তুল হুদা মাদরাসা হেফজখানা ও এতিমখানার ৬০ জন ছাত্র ও শিক্ষকের জন্য ১০ দিনের সেহেরি ও ইফতার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

এই মহতী কাক্রমে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্স—এর সভাপতি (২০২৪—২৫) রোটারিয়ান শহীদুল ইসলাম মামুন, পিপি মোহাম্মদ রাশেদ, রোটারিয়ান মো. হালিম, মো. হাসান এবং সংগঠনের অন্যান্য সদস্যরা, যারা একত্রে এই উদ্যোগ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রেখেছেন।

অনুষ্ঠানে এতিমখানার পরিচালক হাফেজ মৌলানা আহমেদ সফা বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, যেখানে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্স—এর সদস্যদের জন্য শুভকামনা করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি রমজানের সেরা শিক্ষা—সহমর্মিতা ও মানবিকতার প্রতিফলন ঘটেছে। রোটারি ক্লাব অব চিটাগং এলায়েন্স সবসময় সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।