ছোট পাখির কিচির মিচির ডাক

ছোট পাখির কিচির মিচির ডাক
হট্রিটি ছোট আকারের পাখি। মাথায় ঝুঁটি। চওড়া ডানা। পাখিগুলো উন্মুক্ত প্রান্তরে খোলামাঠে ঘন ঘন উড়ে বেড়ায়। চিৎকার চেঁচামেচিতে কান পাঁতা দায়। শীতকালে বেশি কদর্মাক্ত স্থানে ওদের দেখা যায় । কীটপতঙ্গ , কৃমিকীট ও অমেরুদণ্ডী খাবার খায় ওরা। পৃথিবীতে প্রায় ২০ প্রজাতির হট্রিটি পাখির মধ্যে বাংলাদেশে প্রায় ৩ প্রজাতির পাখির দেখা মেলে।