মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ী খুন

নিজস্ব প্রতিনিধি;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৯ মার্চ)সকাল ৬টার সময় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে।

নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। হত্যাকারী জামাই হেলাল উদ্দিন মানিক একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,একই গ্রামে শশুর জামাইয়ের বাড়ি। বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক তার স্ত্রী নারগিছ আকতার সাথে পারিবারিক কলহ চলে আসছিলো।স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে শাশুড়ির সাথে জামাই হেলাল উদ্দিন মানিকের কথাকাটাকাটি হতো।

ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ীর সাথে ঝগড়া বাঁধে মেয়ের জামাইয়ের।

এসময় মেয়ের জামাই লোহার রড দিয়ে শাশুড়ীকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এবিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।