নিজস্ব প্রতিবেদক;
আনোয়ারা উপজেলায় শরীর চর্চা ও ক্রীড়ামূলক প্রতিষ্ঠান “শাওলিন কুংফু এণ্ড উশু একাডেমি”র দোয়া ও ইফতার মাহফিল আজ ৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার সদরস্থ গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক মহসিন পারভেজের পরিচালনায় স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী আনোয়ারা উপজেলা বিএনপি সাবেক নেতা মোঃ মাসুদ, নজরুল ইসলাম, আজিম কম্পিউটারের কর্ণধার নাসির উদ্দিন, সাংবাদিক রফিকুল ইসলাম, কফিল উদ্দিন, মোজাম্মেল হক, সুমন শাহ, জাহিদ হৃদয়, এস এম রহিম, হাসান জাহাঙীর ও রিয়াদ সহ অনেকে উপস্থিত ছিলেন এতে।
একাডেমির বর্তমান-প্রবীণ প্রশিক্ষণার্থীদের মাঝে সিনিয়র ছাত্র মানিক,মইনুদ্দিন, বাদশা, ইকবাল, নুরুল আজিম, আনিস, মামুন, মিশকাত।