প্রয়াত জিয়া মাস্টার স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক;

মেসাস গাউছিয়া হার্ডওয়ার স্টোর এর সৌজন্যে চতুর্থ বারের মত চাতরী জুনিয়র ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত চাতরী প্রয়াত জিয়া মাস্টার স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গ্র্যান্ড ফাইনাল খেলা গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রাত ৮টায় আনোয়ারা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপি র যুগ্ম আহবায়ক জাগির আহমেদ।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন খান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈরাগ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক প্রার্থী আবু জাহের,আহবায়ক প্রার্থী জসিম কন্ট্রাক্টর, সদস্য সচিব প্রার্থী পারভেজ,আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আমিন,বৈরাগ ইউনিয়ন কৃষক দল নেতা ফোরকান, চাতরী ইউনিয়ন কৃষক দল নেতা নুরুল আলম সওদাগর, নুর কাশেম, বারশত ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ জাহিদ।

উক্ত গ্র্যান্ড ফাইনাল খেলায় অংশ নেন মোহাম্মদপুর জুনিয়র কিংস ফুটবল একাদশ ও আমানউল্লাহ পাড়া ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়, এতে শূন্য একগোলে বিজয় লাভ করেন মোহাম্মদ পুর জুনিয়র কিংস একাদশ।

অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন, ইয়াসিন আরাফাত।

খেলা শেষে বিজয়ী টীম মোহাম্মদপুর জুনিয়র কিংস একাদশ এর হাতে শিরোপা তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এতে আরো উপস্থিত ছিলেন, টিম ম্যানেজমেন্ট কমিটির শহিদুল ইসলাম, ইমাম হোসেন, আমজাদ হোসেন, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ মুন্না,সরোয়ার জাহান সাব্বির।