চট্টগ্রাম;
আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপ ‘র পক্ষ থেকে এবংচট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদা’র আয়োজনে ৯ নং ওয়ার্ড উত্তর পাহাড়তলীর মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অসহায় দুস্থ মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান মেয়র।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আকবর কাজল, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নূর আহমেদ, একে এম ফজলুল হক সুমন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শহীদুল্লাহ বাহার, সাবেক সংগঠনিক সম্পাদক ও মেয়র মহোদয়ের রাজনৈতিক সহকারি জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত জাকাত ও মানবিক সহায়তার মাধ্যমে তাদের কষ্ট লাঘব করা।”
তিনি আরও বলেন,”জাকাত শুধু অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে না, এটি সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের উচিত রমজান মাসকে উপলক্ষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারা অভুক্ত না থাকে এবং তাদের মৌলিক চাহিদা পূরণ হয়।”
তিনি সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।