শোক সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের কৃতি সন্তান মাননীয়া প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
মরহুম জয়নাল আবেদীন চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের সন্তান।জয়নাল আবেদীন দুই কন্যা সন্তানের জনক। বাবার নাম মরহুম ইছহাক মিয়া চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ১৯৭৮ সালে বীর বিক্রম উপাধী প্রাপ্ত মেজর জেনারেল জয়নাল আবেদীন সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
আল্লাহপাক উনাকে জান্নাত দান করুক, আমিন।