জোনাকী ফাউন্ডেশনের হাইলধর ইউনিয়ন শাখা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক ;

আনোয়ারা উপজেলার মালঘর আহমদিয়া তৈয়বীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় জোনাকী ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ এর বিধি মোতাবেক সাংগঠনিক অগ্রগতির লক্ষ্যে আজ ১৭ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায় জোনাকী ফাউন্ডেশনের ১০ নং হাইলধর ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়।

উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জোনাকী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার মুহাম্মদ ইয়াকুব আলী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ মুহাম্মদ রাশেদুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  সহ- সভাপতি ইশতিয়াক রাসেল, নির্বাচন কমিশন হিসাবে সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন জুয়েল।

উক্ত কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে ইমজামাম হক ইফিল কে সভাপতি, আবু সুফিয়ান কে সাধারণ সম্পাদক এবং কাজী আব্দুর রহিম কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ জন বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ প্যানেল এর খসড়া অনুমোদন দেওয়া হয়।