আনোয়ারা প্রতিদিন, নিউজ ডেস্ক;
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকাল ১০.৩০মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভা আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)জনাবা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হোসাইন।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মহোদয়া বলেন, এবারের মহান বিজয় দিবস পালিত হবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী। সবকিছুই আগের মতোই থাকবে শুধু এবার কুচকাওয়াজ অনুষ্ঠান হবে না। তার বিপরীতে উপজেলার ভিতরে স্টল করে মেলার আয়োজন করা হবে। এই স্টলের মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে। এবং তাদেরকে মূল্যায়নের মাধ্যমে পুরস্কৃত করা হইবে। উক্ত অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমন্ডিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা প্রশাসন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনাব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।