চট্টগ্রাম :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদ পুর পাহাড় থেকে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে পুলিশ। নারীর বর্তমান ঠিকানা চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর (২০ নং ওয়ার্ড) বলুয়ার দীঘির পাড় এলাকায়। ঐ নারী আবুল কালাম সওদাগর কলোনির কামাল উদ্দিনের মেয়ে আমেনা বেগম (৩৩)।
এই নারীর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর থানার নাগের কান্দি কামাল সওদাগরের বাড়ি। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।
গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাশের পাহাড় থেকে আমেনার মরদেহ টি উদ্ধার করা হয়। তবে তখন তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা পাহাড়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল এসে মরদেহাটি উদ্ধার করে পুলিশ। পরে জেলা পিবিআই পুলিশের বিশেষজ্ঞ দল ওই নারীর আঙ্গুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার ছবি ও নাম ঠিকানা সনাক্ত করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘মৃত্য নারীর স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ। বিস্তারিত খবর নেওয়া হচ্ছে, কিভাবে পাহাড়ে তাঁর লাশ আসলো বা এখানে কি ঘটেছিলো।’