৭তম ফ্রি মেডিকেল ক্যাম্প বখতীয়ার শতাব্দীর

আর্ত মানবতার সেবায় আমরা “এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারা উপজেলার বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে বখতিয়ার শতাব্দীর প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ই ডিসেম্বর সোমবার ৭ম বারের মত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসক ডাঃ সাম্য দাস গুপ্ত।

এই মেডিকেল ক্যাম্পের মধ্য সেবা হিসেবে ছিল:
– বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা
– ডায়বেটিস চেকআপ
– ব্লাড প্রেসার চেকআপ
– স্বাস্থ্য বিষয়ক সচেতনতা ইত্যাদি

সকাল ৯ টা হতে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা ক্যাম্পে শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা ছাড়াও চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ইউকে প্রবাসী জাকের জামান, নুর মোহাম্মদ ,সভাপতি নুরুল হক আমিরি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সম্পাদক নুরুল আবচার ,প্রচার সম্পাদক মাসুদ করিম,সহ-শিক্ষা সম্পাদক মোহাম্মদ তসলিম ,ক্রীড়া সম্পাদক আবু তাহের ,দপ্তর সম্পাদক মনজুর আলম ,
সদস্য ফয়সাল ,রাশেদ ,জাহিদ ,ইমন ,
জুবায়েদ, শাহিদ ,ইসতিয়াক প্রমুখ

উল্লেখ্য, বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির চ্যারিটি কর্মকান্ডের অংশ হিসেবে প্রতি মাসে নিয়মিত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়ে আসতেছে।