আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক :
রাজশাহী পুঠিয়া উপজেলায় জিউ পাড়া ইউনিয়ন এর ধোপা পাড়া গ্রামে, স্মার্ট ফোন কিনে না দেওয়ার কারনে ৮ম শ্রেণীর ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গতকাল শুক্রবার (৫ জুলাই) মেঘলা খাতুন (১৪) পিতা- মোঃ কাবিল হোসেন প্রতিদিনের মতো ঘুম থেকে না ওঠার কারণে।
বাবা- মা দরজার কাছে গিয়ে ডাকাডাকি করেন, দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর, ঘরের ভিতর থেকে সাড়া পাওয়া যাচ্ছিল না, দরজা না খোলার কারনে বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করেন। ঘরের ভেতরে প্রবেশ করে দেখেন ৮ম শ্রেণীর ছাত্রী মোছাঃ মেঘলা খাতুন ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। পরে পুঠিয়া থানায় ফোন দিলে পুলিশ এসে লাশ নামায়। নিহত মোছাঃ মেঘলা খাতুন জিউপাড়া ইউনিয়নের ধোপা পাড়া গ্রামের মসলা ব্যবসায়ী কাবিল হোসেনের মেয়ে। এলাকাবাসী বলেন ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রী মোছাঃ মেঘলা খাতুন বহুদিন থেকে একটি স্মার্ট ফোন বাবা -মার কাছে নেওয়ার জন্য বায়না করে আসছিলেন, যেহেতু মেয়েটির বয়স অল্প বাবা-মার আর্থিক অবস্থা ভালো না এজন্য ফোন কিনে না দেওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
থানায় কেউ বাদি না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে।