আনোয়ারা উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক:

চট্টগ্রামের আনোয়ারা আসন্ন উপজেলা নির্বাচনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।

গতকাল ২ মে (বৃহস্পতিবার) শেষ দিনে অনলাইনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আনোয়ারা উপজেলা নির্বাচন অফিস সূত্রে প্রকাশ, অনলাইনে যারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ছাবের আহমদ চৌধুরী।

ভাইস চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু জাফর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, মুজিবুর রহমান চৌধুরী, মানবাধিকার কর্মী প্রদীপ দত্ত কনক, মোহাম্মদ সালাহ উদ্দিন, এম এ মান্নান মান্না, ডাক্তার সন্তোষ কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম, পারভিন আকতার, এডভোকেট চুমকি চৌধুরী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবু জাফর ছালেহ মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। আনোয়ারা উপজেলায় ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ১শ ৯ ভোট। কেন্দ্র হচ্ছে ৭৪ টি।

আগামী ২৯ শে মে আনোয়ারা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল কারী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের অনুসারী।

বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুসারী।

নানা নাটকীয়তার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে পাঁচ জন মনোনয়নপত্র দাখিল করলেও শেষপর্যন্ত কারা নির্বাচনী যুদ্ধে থাকবেন তা নিয়ে জনমনে কৌতুহল বাড়ছে। প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে উঠান বৈঠক, কর্মী সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম করেছেন।