বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ, তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ

আনোয়ারা প্রতিদিন ডেস্ক ;

দাবদাহে হাঁসফাঁস নগরজীবন। এই গরমে তেষ্টা মেটানোর জন্য চট্টগ্রাম নগরে শ্রমজীবী ও পথচারীদের মধ্যে লেবুর শরবত বিতরণ করছেন শিক্ষা সামাজিক মানবিক সেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা।

এই মানবিক সেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে শুক্রবার ২৬ এপ্রিল নগরীর বহদ্দারহাট কাঁচাবাজার মোড়ে তীব্র গরমে তৃষ্ণার্ত পথচারী ও ড্রাইভারদের মাঝে একটু সস্তি দিতে শরবত বিতরণ কর্মসূচি পালন করে।

কর্মসুচী চলাকালিন সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরি কমিটির ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন রেজা সদস্য মুহাম্মদ সাহেদ মুহাম্মদ ফয়সাল মহানগর শাখার সদস্য মুহাম্মদ এমদাদুল ইসলাম মুহাম্মদ ফরহাদ মুহাম্মদ সাইফুল সাংবাদিক শহিদুল ইসলাম সাঈদ নুর সাকিব বিন রশীদ মহিলা সদস্য নাজিফা, জান্নাতুল মাওয়া।

সংগঠনের সদস্যরা জানান, আলহামদুলিল্লাহ পথচারী সকল শ্রেণীর মানুষ সুস্বাদু ঠান্ডা শরবত অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করেন এবং সম্প্রীতির বন্ধন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে বলে জানান এবং এই মানবিক কাজ করে তাঁরা নিজেরা অনেক সন্তুষ্টা, ভবিষ্যতে আরো মানবিক কাজ পরিচালনা করার ইচ্ছে পুষন করেন।