ভারতে পেঁয়াজ বিক্রয়ে কোটিপতি

পেঁয়াজ বেচে কোটিপতি
ভারতের কর্নাটক রাজ্যে এক মৌসুমে জমিতে ফলানো পেঁয়াজ বিক্রি করে কোটিপতি হয়েছেন এক কৃষক। রাজ্যের চিত্রাদুর্গা জেলার মল্লিকার্জুনা (৪২) নামের ওই কৃষক এবার ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন। তার ১০ একর জমিতে এবার পেঁয়াজ উৎপাদিত হয়েছে ২৪০ টন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মল্লিকার্জুনা এবার সেই পেঁয়াজ প্রায় ২০০ রুপি কেজি দরে বাজারে বিক্রি করেছেন। মল্লিকার্জুনা জানান, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ শুরু করেন। বাজারে এবার পেয়েছেন পেঁয়াজের ভালো দাম। ঋণের টাকা ইতিমধ্যে পরিশোধ করে জমিয়েছেন কোটি রুপির ওপরে। এই কৃষক আরও বলেন, ভয় ছিল পেঁয়াজের উৎপাদন ভাল না হলে কিংবা বাজারে দাম না পেলে ঋণের বোঝা টানতে হবে। কিন্তু পেঁয়াজের কারণে আজ আমার পরিবারের ভাগ্য বদলে গেছে। তিনি আরও জানান, পেঁয়াজ চাষ করতে আরও ১০ একর জমি লিস নিয়ে ৫০ জন শ্রমিক ভাড়া করেছেন। এছাড়া পরিবারের জন্য নতুন একটি বাড়ি বানাবেন বলে জানান।