আনোয়ারা প্রতিদিন ডেস্ক ;
মানবতাও মানবিক ডাক্তারের কথা সামনে এলে তাৎক্ষণিক প্রথম সারিতে যার নাম আসে- তিনি আনোয়ারার কৃতি সন্তান ” প্রফেসর ডাক্তার নাছির উদ্দিন মাহমুদ।
তাহার কর্মজীবনের ৩২/৩৩ বছর পেশাগত ডাক্তারি জীবনে মহান পেশা যথাযথ পালন সহ অসহায় গরীব মানুষের পাশে সব সময় ছিলেন এবং সু চিকিৎসা সু ব্যবহারের মাধ্যমে মানবিক ডাক্তার খ্যাতি অর্জন করেছেন তিনি।
তিনি শুধু ডাক্তারি পেশাতে গণ্ডিবদ্ধ থাকেন নি।
তিনি ডাক্তারী পেশার মত মহান পেশার পাশাপাশি মানুষকে আরো বেশি সহযোগিতার লক্ষে আওয়ামী লীগ সরকারের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমান সরকারের উন্নয়নের ধারা বাহিকতায়, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী এবং সংসদের সহায়তায়, আনোয়ারার চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গুলোকে চিহ্নিত করে , আনোয়ারা উপজেলার পরিকল্পিত উন্নয়ন। সরকার প্রদত্ত সুবিধা সমূহের সুষম বন্টন । সামাজিক স্থিতি শীলতা, সহাদ্যপূর্ণ স্থিতিশীল কল্যাণমুখী এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। শিক্ষা, চিকিৎসা, কর্মস্থান এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার প্রদান।
পরিকল্পিত নগরায়নের মাধ্যমে সরকারের ওয়ান সিটি টু টাউন ধারণা বাস্তবায়নের মাধ্যমে আনোয়ারা টানেল নির্মাণের যৌক্তিকতা সঠিক প্রমাণ।
আনোয়ারা কে দেশের অন্যতম আদর্শ উপজেলায় পরিণত করাই তার মূল লক্ষ্য।
মানবতার ডাক্তার নাছিরের রাজনৈতিক ভাবে পরিচয়- তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য।সহ-সভাপতি বাংলাদেশ স্বাধীন চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটি।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম শাখার সাবেক উপদেষ্টা,
সাবেক সাধারণ সম্পাদক-স্বাচিপ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ও কেন্দ্রীয় সদস্য, সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বি এম এ)।
সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন(বি এম এ)।
৯০ এর গণঅভ্যুত্থান এবং ৯৬ এর অসহযোগ আন্দোলনে প্রত্যক্ষ অংশ গ্রহণ এবং নেতৃত্ব প্রদান।
তিনি ৯ম বিসিএস(স্বাস্থ্য) এ উত্তীর্ণ হয়ে ১৯৯১ সালে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করে এবং দীর্ঘ ৩২/৩৩ বছর পর পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।
কর্ম দক্ষতায় কর্মজীবনে ব্যাপক পদোন্নতি পদায়ন করেছেন।
যেমন, পরিচালক জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ঢাকা।
উপ অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ চট্টগ্রাম মেডিকেল কলেজ।
অধ্যক্ষ শিশুর স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ।
অধ্যক্ষ আই এস বি ফৌজদারহাট চট্টগ্রাম।
জন্ম সূত্রেও তিনি আনোয়ারা হাইলধর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান ।তাহার পিতা ওসমান গনি ছিলেন একজন সাবেক ব্যাংক কর্মকর্তা।
বৈবাহিক জীবনেও তিনি সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে জীবনসঙ্গীনী করেছেন। তিনি বর্তমান সিনিয়র শিক্ষিকা চট্টগ্রামের ইস্পাহানি স্কুল এন্ড কলেজ। পিতা হিসেবে ও তিনি একজন গর্বিত পিতা। কারণ একমাত্র ছেলে ডাক্তার সাদমান বিন মাহমুদ।
এমবিবিএস সরকারি রেজিস্টার অর্থোপেডিক সার্জারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
মেয়ে- ডাক্তার ইয়াশফা মাহমুদ এমবিবিএস ।