জাহাঙ্গীর আলম,আনোয়ারা প্রতিদিন :
আনোয়ারা মূল সড়কের দুই পাশের ড্রেন সংস্কার না করায়, জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি ব্যবসায়ীদের বরাত দিয়ে ইতিমধ্যে গত ৩০ শে মার্চের দিকে একটি প্রতিবেদন প্রকাশ করে আনোয়ারার স্থানীয় অনলাইন পত্রিকা আনোয়ারা প্রতিদিন এবং জাতীয় পত্রিকা দৈনিক এশিয়ায়।
প্রতিবেদনে ছিলেন, আনোয়ারায় মূল সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের জন্য স্থাপনকৃত ড্রেনের ব্যবস্থা সংস্কারের অভাবে এবং আনোয়ারা খাদ্য গুদাম হাতে জয় কালী বাজার পর্যন্ত দীর্ঘ কিলোমিটার ড্রেনের স্ল্যাপ ভেঙ্গে ড্রেনের গর্তে পড়ে যাওয়ায় পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত ও পথচারী ছলাছলে ভোগান্তি। অনেক সময় দেখা যায় অনেক পথচারী ড্রেনের ছেলেপের উপর দিয়ে চলাচলের সময় পা স্লিপ করে মারাত্মক ভাবে আহত ও হয়েছে।
বর্তমান দেখা যাচ্ছে বর্ষার মৌসুম না হলেও আনোয়ারার বিভিন্ন ভবনের এবং ফ্লাট বাড়ির ব্যবহারিত পানির সংযোগ লাইন উক্ত ড্রেনের সাথে সংযোগ করেছে। এতে ড্রেনটির পানি চলাচলের সুব্যবস্থা না থাকাতে বৃষ্টি না হতেই দেখা যাচ্ছে আনোয়ারা ফুলকলি ,বনফুল , হোটেল মদিনার সহ বিভিন্ন দোকানের সামনে ড্রেনের পানি ভর্তি হয়ে রাস্তায় উঠে নোংরা পানিতে জমাটবদ্ধ হয়।
সাধারণ মানুষসহ ধর্মপ্রাণ মুসল্লিরা চলাফেরা কালে উক্ত রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় গাড়ির চাকার পানি ছিটকে পড়ে সাধারণ মানুষের কাপড়চোপড় নষ্ট এবং ধর্মপ্রাণ মুসল্লিদের পবিত্রতা নষ্ট হচ্ছে। হচ্ছে পরিবেশ দূষণ, জলাবদ্ধতা সৃষ্টির কারণে মশা মাছির সৃষ্টি সহ ড্রেনের পানির দুর্গন্ধে পরিবেশের মারাত্মক ক্ষতি দিকে।
দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে ছোট ছোট বাচ্চা এবং বয়স্কদের মধ্যে বিভিন্ন প্রকার রোগ জীবাণু ছড়ানোর সংখ্যাও বাড়ছে।
দ্রুত এর সংস্কারের ব্যবস্থা না হলে বর্ষায় বৃষ্টির পানিতে হতে পারে বিভিন্ন জায়গায় হাটু সমান পানি ও জামাট হয়ে থাকেন।