আনোয়ারায় আ’লা হযরত কনফারেন্স’২২ অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিদিনঃ

গতকাল ১৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার ব্যবস্থাপনায় হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ সহ¯্রাধিক গ্রন্থের প্রণেতা ইমামে আহলে সুন্নাত, ইমাম আহমদ রেযা খাঁন বেরলভি (রাহঃ)’র ১০৪ তম ওফাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স’২২ অনুষ্ঠিত হয়।

এতে পীরে তরিকত অধ্যক্ষ মাহমুদুল হক নঈমী’র সভাপতিত্বে মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী ও মাষ্টার মুহাম্মদ এয়াকুব আলী’র যৌথ সঞ্চালনায় আনোয়ারা সদরস্থ ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ছাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও অনুষদ বিভাগের সাবেক ডিন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল অদুদ। প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ জুলফিকার আলী।

উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম আজাদ। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ মুহাম্মদ আবদুল গফুর রিজভী।

আলোচনায় অংশগ্রহণ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, অধ্যক্ষ মহি উদ্দিন হাশেমী, অধ্যাপক ড. মতিউল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবদুল মোমেন, মুহাদ্দিস মুহাম্মদ আশেকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ গোলাম হোসেন, মাওলানা মুহাম্মদ ফজলুল হক চৌধুরী মাওলানা আহমদ নুর আলকাদেরী, অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা জানে আলম ফারুকী, মাওলানা মুহাম্মদ আবদুচ ছবুর আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুর রহিম আলকাদেরী।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোজাম্মেল হক হাশেমী, মাওলানা হাফেজ আহমদ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন, মাওলানা মুহাম্মদ ছালাম সিদ্দিকী, মাওলানা নুর মুহাম্মাদ আনোয়ারী, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম ফয়েজী, মওলানা মুহাম্মদ নুরুল আলম, মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা জামাল উদ্দিন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক, আলহাজ্ব মুহাম্মদ নুরুল হক (ব্যাংকার), আলহাজ্ব কামরুল ইসলাম (ব্যাংকার), মুহাম্মদ ফরিদুল আলম (ব্যাংকার), মুহাম্মদ নাছির উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ ডি আই এম জাহাঙ্গীর আলম, মুহাম্মদ রফিকুল ইসলাম তৈয়্যবী, মুহাম্মদ মামুনুর রশীদ (চবি), কাজী মাওলানা মুহাম্মদ আবু ছালেহ, মাওলানা আহমদ ছফা, মাওলানা মুহাম্মদ আবদুল করিম, মাষ্টার মুহাম্মদ সরোয়ার কামাল খোকন, মাষ্টার মুহাম্মদ খোরশেদ আলম, শায়ের মুহাম্মদ আবদুল করিম, শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ, মাওলানা মুহাম্মদ আরাফাত হোসাইন সিরাজী, হাফিজ মাওলানা মুহাম্মদ আবু ছৈয়দ, মাওলানা মুহাম্মদ সোলাইমান, মাওলানা মুহাম্মদ মোসলেম উদ্দিন, হাফিজ মাওলানা মুহাম্মদ সাজ্জাদ হোসাইন, হাফিজ মুহাম্মদ জাহিদ প্রমুখ।

আলোচকবৃন্দ ইমাম আহমদ রেযা (রহঃ)’র কর্ম ও জীবনী এবং মসলকে আ’লা হযরত এর উপর সারগর্ভ আলোচনা করেন। পরিশেষে মিলাদ ও কিয়াম, ফাতেহা, তাবারুক বিতরণ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।