আনোয়ারা প্রতিদিনঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চলাচলের পয়েন্ট চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা ভূমি সহকারি কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এই অভিযান পরিচালানা করেন।
এসময় চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল উপস্থিত ছিলেন। স্থানীয় ট্রাফিক পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এসময় সড়কের পাশে চলাচলের জায়গা দখল করে দোকান বসানোর বেশ কিছু দোকান অপসারণ করা হয় , সেই সাথে ফলের দোকান বসানোর প্লাস্টিকের ঝুড়ি ট্রাকে করে নিয়ে যায়। খোলা জায়গায় পণ্য বিক্রির দায়ে ৫ হাজর টাকা জরিমানা করা হয়।
জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের উভয় পাশে অধিকাংশ জায়গাজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন সবজি ও মৌসুমী ফলের দোকান দিয়ে দখল করে রাখেন ব্যবসায়িরা। বিশেষ করে সিইউএফএল রোড়ে দুটি গাড়ী এক সাথে ক্রস করতে পারেনা। যার ফলে প্রতিনিয়ত যান লেগে থাকে।
উপজেলা প্রশাসন থেকে বার বার উচ্ছেদ করার পরও দখলের ব্যবসায়িরা। এবারের উচ্ছেদেরে পর কেউ ফের সড়ক দখল করে ব্যবসা করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, চাতরী চৌমুহনী বাজার হল একটি জনগুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম। এখানে যানবাহনের চাপ অনেক বেশি। কিন্তু দুই দিকে সড়কের বেশিরভাগ জায়গা ব্যবসায়িরা দখল করে রাখে। ইজারাদাররা নিষেধ করলে তারা বসতে পারে না। যদি আগামীতে বসলে আমি সোজা জেল এ প্রেরণ করতে বাদ্য হব।