মৌলানা নুরুন্নবীকে কুপিয়ে জখমকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের গুন্দীপ পাড়া এলাকায় ভূমি বিরোধের জেরে প্রকাশ্যে দেশি অস্ত্র দিয়ে বৃদ্ধ মৌলানা নুরুন্নবীকে (৬০) কুপিয়ে জখমকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) জুমার নামাযের পর সচেতন সমাজের ব্যানারে গুন্দীপ আসকর আলী জামে মসজিদের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করেন। এ ঘটনায় তার ছেলে সরওয়ারও আহত হন।

এ সময়ে বক্তব্য রাখেন,এডভোকেট এমরানুল হক বাবুল, আবদুর রহিম, নুর মোহাম্মদ,আবদুল হালিম, নেজামুল হক, একরামুল হক, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মো. বাবুল, মোঃ আবদুল হান্নান ও মোঃ নেজামুল হক।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবুল বশর ও মৌলানা নুরুন্নবীর মধ্যে ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে ঘটনাটি সমাধানও করা হয়েছে।কিন্তু গত মঙ্গলবার ভোরে আবুল বশর লোকজন নিয়ে পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে বয়োবৃদ্ধ মৌলানা নুরুন্নবী ও তার ছেলে সরওয়ারের উপর হামলা করে মারাত্মকভাবে আহত করে।

মৌলানা নুরুন্নবী ও তার ছেলে সরওয়ার বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে। বিরোধ থাকলেও এভাবে নৃসংশ ভাবে কুপিয়ে আহত করতে পারেনা। আমরা এঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবও করছি।