আনোয়ারা প্রেস ক্লাব পেল নতুন কমিটি

 

আনোয়ারা প্রেস ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মো. মোজাম্মেল হক সভাপতি, ফৌজুল আজাদ চৌধুরী সাধারণ সম্পাদক ও ইমরান বিন ইসলাম সংগঠনিক সম্পাদক পদে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় আনোয়ারা উপজেলাস্থ গোল্ডেন পার্কে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জামাল উদ্দিন, সুজিত কুমার দাশ ও সরোজ আহমেদ।

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে সদস্যদের গোপন ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে তিনজনকে নির্বাচিত করা হয়। পরে নির্বাচিত প্রতিনিধি ও সিনিয়র সদস্যরা বসে ১৫ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেন।

এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি এমডিএইচ রাজু, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, অর্থ সম্পাদক সুশান্ত কুমার শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দুল হক টিপু, দপ্তর সম্পাদক ফোরকান উদ্দিন, কার্যকরি সদস্য যথাক্রমে জামাল উদ্দিন, সুজিত কুমার দাশ, সরোজ আহমেদ, এসএম মহিউদ্দিন, রাজিব শর্মা ও আলমগীর খান।