আনোয়ারায় ১৫০০ পরিবারের মাঝে ভূমিমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারায় চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১৫০০ পরিবারের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কর্মহীনদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।