ভেজাল ঘি তৈরীর কারখানা জরিমানা সহ বন্ধ

আনোয়ারা প্রতিদিনঃ

মোড়কে ৯৮.৮০% মিল্ক ফ্যাট ঘোষণা করে আসল ঘি হিসেবে বিক্রি করা হচ্ছে কেজি প্রতি হাজার কিংবা তার চেয়েও বেশি দামে। অথবা বাবুর্চির সাথে চুক্তি করে যাচ্ছে কমিউনিটি সেন্টারের বড় বড় অনুষ্ঠানেও।

মূলত এসব ঘি বানানো হচ্ছে তেল, ডালডা, খাবার রং এবং আরো অন্যান্য খাবার অযোগ্য জিনিস দিয়ে, যা খেলে নানান রকম মরণ ঘাতি রোগব্যাধি নিশ্চিত।

অথচ মোড়কের উপরের লিখা দেখে এসব ঘি নামের বিষ খেয়ে যাচ্ছি আমরা। পাশাপাশি আমাদের বিশ্বাসের সাথে খেল খেলে যাচ্ছে কিছু পরিচিত অসাধু বাবুর্চি।

বৈরাগ ইউনিয়নে এরকম ঘি তৈরির কারখানার সন্ধান পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধরা পড়ার পর ঘটনাস্থলেই নকল ঘি ধ্বংস করা হয়।

এছাড়া, ২০ হাজার  টাকা জরিমানা সহ ঘি তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার( ভূমি), আনোয়ারা।