আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৫৫ হাজার টাকা দণ্ড

আনোয়ারা প্রতিদিনঃ

বিএসটিআইয়ের অনুমোদনবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী।

অভিযানে নিউ ঢাকা বেকারিকে ৫০ হাজার ও কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন চৌধুরী জানান, অভিযানে গিয়ে দেখা যায়, বিএসটিআই অনুমোদন ছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল।

অন্যদিকে মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামে একটি প্রতিষ্ঠানে ড্রিংকিং ওয়াটার তৈরিতে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ করেনি।

এমনকি নেই কোনও লেভেল। অনুমতি ছাড়াই খাদ্য ও পানি উৎপাদন, বিক্রয় এবং বিতরণ করায় এ দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।