আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা-বাশঁখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট বাজার এলাকায় পোশাক কারখানার একটি শ্রমিকবাহী গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৯ জন পোশাক শ্রমিক আহতের ঘটনায় একজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক তৈলারদ্বীপ গ্রামের হেডপাড়ার মৃত ফুরুক আহমদের ছেলে মোহাম্মদ মোস্তফা (২৫) গত রবিবার(৭ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা নাগাদ উপজেলার আনোয়ারা-বাশঁখালী পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট বাজার এলাকায় কেইপিজেডের শ্রমিক বহনকারী একটি গাড়ির (চাদেঁর গাড়ী) সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ৯ জন পোশাক শ্রমিক গুরুতর আহত হয়।আহতের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
গুরুতর ৬ জনের মধ্যে গতকাল ৭ (ফেব্রুয়ারি) রাত ১টায় মুস্তফা মৃত্যুবরণ করে। তার অকাল মৃত্যুতে পরিবার ও বন্ধু-বান্ধবদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।