আনোয়ারা প্রতিদিনঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাত এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার বারশত ইউনিয়নের কবিরের দোকান সংলগ্ন নোয়াপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে অজ্ঞাত লাশটি দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।লাশের শরীরে আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম শিকদার জানান, কবিরের দোকান এলাকায় অজ্ঞাত যুবতী মহিলার লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি। পুলিশ তদন্তের স্বার্থে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।