আনোয়ারা বরুমচড়া ইউনিয়নে দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

আনোয়ারা প্রতিদিনঃ

প্রতি বছরের ন্যায় আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগ নেতা, আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুল হক নসু ।

গত ২৪ জানুয়ারী (রবিবার)  সকালে উপজেলার বরুমচড়া ফুলগাজী চৌধুরী বাড়িতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রণি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে আলহাজ্ব আজিজুল হক নসু তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন হেফাজুতুর রহমান , বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজির আহমদ ভেট্টা, সভাপতি মো. ফোরকান, আওয়ামীলীগ নেতা নসির মিয়া, ফরিদ উদ্দিন, হাসান উদ্দিন মনা, শরফুদ্দিন, নুরুল হক ও মোহাম্মদ পারভেজ প্রমূখ।