আনোয়ারা প্রতিদিনঃ
পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে আজকে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৫টি অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয় ।
আজ মঙ্গলবার ১৯ জানুয়ারী সকাল ৯ঃ০০ টা থেকে বিকাল ৫ঃ০০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পক্ষে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম ও শেখ মুজাহিদ উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম জেলা পুলিশ, র্যা ব-৭ ও ফায়ার সার্ভিস অভিযানে সহযোগিতা করেন।
অভিযানে অনুমোদন বিহীন কার্যক্রম পরিচালনায় আনোয়ারা উপজেলার বটতল, হলুদিয়া পাড়া এলাকার মেসার্স মোহসেন আউলিয়া ব্রিকস ম্যানুঃ কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। কর্ণফুলী উপজেলার জুলধা ,ফকিরনিহাট এলাকার মেসার্স টি,এন ব্রিক ফিল্ড কে১ লক্ষ টাকা ও একই এলাকার মেসার্স জুলধা ব্রিকস ম্যানুঃ কে ১ লক্ষ টাকা ও মেসার্স হাজী তৈয়ব ব্রিকসকে ১ লক্ষ টাকা এবং মেসার্স চিটাগাং ব্রিকস ম্যানুঃ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট সুরাইয়া ইয়াসমিন জানান, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযানে জেলার কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ৫টি অবৈধ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে গিয়ে দেখা যায় ইটভাটা গুলোর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স নেই। কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে ইট উৎপাদিত করে আসছিল। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলার সকল অবৈধ ইটভাটা উচ্ছেদে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম জানান, চট্টগ্রাম জুড়ে চলা নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযানে জেলার কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ৫টি ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স মোহসেন আউলিয়া ব্রিকস ম্যানুঃ কে ৩ লক্ষ টাকা ,মেসার্স টি,এন ব্রিক ফিল্ড কে১ লক্ষ টাকা , মেসার্স জুলধা ব্রিকস ম্যানুঃ কে ১ লক্ষ টাকা ও মেসার্স হাজী তৈয়ব ব্রিকসকে ১ লক্ষ টাকা এবং মেসার্স চিটাগাং ব্রিকস ম্যানুঃ কে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।