জাটকা ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ

আনোয়ারা প্রতিদিনঃ   

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি স্টেশন সাংগু’র যৌথভাবে জাটকা নিধন প্রতিরোধের অভিযান চালিয়ে বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার বোট থেকে ২০০০ কেজি এবং রায়পুর ইউনিয়নের ফকিরহাট মৎস্য আড়ত থেকে ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

গত সোমবার (৪ জানুয়ারি)  উপজেলার সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হকের নির্দেশে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে উপজেলার ১৭টি এতিমখানায় জাটকা ইলিশগুলো বিতরণ করা হয়।অভিযানের সত্যতা নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা রাশিদুল হক।

অভিযানে আনোয়ারা উপজেলা মৎস্য বিভাগের এফএ জাহেদ আহমেদ, অফিস সহকারী এনামুল হক, বাংলাদেশ কোস্ট গার্ড সাংগু-গহিরার এম শফিকুল ইসলাম, পিও সহ কোস্ট গার্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এতিমখানায় বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরুসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।