আনোয়ারা প্রতিদিনঃ
শিক্ষা, শান্তি, প্রগতি’ এই স্লোগানকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ মিলনায়তনে কেক কাটার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা বাবুল রাজ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী , বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিদুয়ানুল হক, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম।
প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, ‘ছাত্রলীগের ইতিহাসের সাথে বাংলাদেশের মুক্তিসংগ্রামের রক্তস্নান পথ পরিক্রমা সম্পৃক্ত। বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার সময় ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। পরবর্তী সময়ে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের পর পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের পরিবর্তে হয় বাংলাদেশ ছাত্রলীগ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান চৌধুরী বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৬ দফা দাবি দিয়েছিলেন, যা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন বেগমান হয়। তৎকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের সাহসী আন্দোলনে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা জুগিয়েছে।
তিনি আরো বলেন , ছাত্রলীগ একটি আদর্শের নাম । সে আদর্শকে বুকে ধারণ করে ছাত্র নেতৃত্বের গুণাবলী মধ্যে দিয়ে এগিয়ে যাবে এই সংগঠন । ছাত্রলীগের নাম ভাঙিয়ে যেন কেউ ইয়াবা এবং মাদকের কারবারি রাজ্যে করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতিথিসহ অন্যান্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম শামীম;মঈন উদ্দিন মাহিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুকুল ইসলাম, আনছার চৌধুরী, শাহাবুদ্দিন , শহিদ, শাকিল , জিসান,খসরু , সাব্বির, মিজান, রাজিব,বাপ্পি , করিম, সোহেল , আজিজ সহ প্রমুখ।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।