আনোয়ারায় ইয়াবা, যৌতুক, নারী ও শিশু নির্যাতন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২২ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহেল(৪৫), পিতা মৃত শফিকুর রহমান উপজেলার বোয়ালিয়া (বড় বাড়ী), ৬ নং ওয়ার্ড, সে বারশত ইউনিয়নের বাসিন্দা। তাকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘর থেকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত উপজেলার বৈরাগ এলাকার মৃত আহমদ সওদাগর ছেলে হাফেজ আহমদ খলিলকে( ৩৫) যৌতুক মামলায়, উত্তর হাজীগাঁও মো. আলী মিস্ত্রীর ছেলে মো. রিপন (২৮) ও আইমঙ্গল এলাকার আহমেদুল হকের ছেলে মোহাম্মদ আইয়ুবকে (৩৬) নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।