আনোয়ারায় ওয়ারেন্টভুক্ত তিন আসামী আটক

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারায় উপজেলায় বরুমছড়া ও বারখাইন শিলাইগড়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত  প্রতারণা ও নারী শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভুক্ত রুহুল আমিন (৫৮), মোঃ মহিউদ্দিন (৩৬) ও জসিম উদ্দিন (৫৪) নামে ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আনোয়ারা উপজেলার বরুমচড়া ও বারখাইন শিলাইগড়া এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত তিন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।