আনোয়ারা প্রতিদিনঃ
কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে অভিযান ২৫ জন যাত্রী পারাপার করার নির্দেশ একটি বোটে সর্ব্বোচ্চ ২৫ জন যাত্রী পারাপার করার বিধানটি প্রতিপালন না করার পিছনে বোটচালকের গাফিলতির পাশাপাশি সাধারণ যাত্রীদের ভূমিকা রয়েছে।
অনেক যাত্রী পরবর্তী বোটের জন্য অপেক্ষা না করে অতিরিক্ত যাত্রী হিসেবে নদী পার হয়ে থাকেন। সাধারণ যাত্রী সকলের সচেতন হবার প্রয়োজন রয়েছে।
অভিযানে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমান আদালত।