কর্নফুলী উপজেলা প্রশাসনকে মাস্ক উপহার দিলেন “সাউথ চট্টগ্রাম হসপিটাল”

আনোয়ারা প্রতিদিনঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে কর্ণফুলী উপজেলা প্রশাসনের নিকট মাস্ক হস্তান্তর করেন বেসরকারী হাসপাতাল “সাউথ চট্টগ্রাম হসপিটাল।

উপজেলা প্রশাসনের পক্ষে মাস্ক গ্রহণ করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, সাউথ চট্টগ্রাম হসপিটালের অর্থ পরিচালক মোশারফ হোসেন, এইচ আর এডমিন পরিচালক সেলিম মোস্তাফা,

ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, পরিচালক কাজী জিয়াউর রহমান, পরিচালক শাহেদুল ইসলাম চৌধুরী, পরিচালক হাসান, পরিচালক মোঃ আসাদুজ্জামান প্রমূখ।