আনোয়ারা প্রতিদিনঃ
গতকাল ২০ নভেম্বর, জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনটির চেয়ারম্যান ডা. রাশেদুল আলমের সভাপতিত্বে, নাছরিন সুলতানা শিমুর সঞ্চালনায় আনোয়ারা থানার বন্দর চট্টগ্রামস্থ সী ফুড রেস্টুরেন্টে বর্তমান পরিস্থিতি ও সময়ের নিরিখে একান্ত আলাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরবর্তিতে পবিত্র জুমার নামায আদায় ও মধ্যাহ্নভোজ সম্পন্ন করার পর বিকেলে সকল সদস্য পারকী সী বীচ ভ্রমণ করে।
এই সময় আলপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডর্স ফোরাম-৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দীন মাহমুদ,প্রধান আলোচকের বক্তব্য রাখেন জোনাকী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাষ্টার মুহাম্মদ এয়াকুব আলী।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনেরের স্বত্বাধিকারী শেখ মুহাম্মদ ছরওয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কবির আহম্মদ আজাদ, CVA সভাপতি আব্দুর রহিম,অধ্যক্ষ ডি.আই.এম. জাহাঙ্গির ও নাসির সিদ্দিকি।উপস্থিত জোনাকী ফাউন্ডেশনের সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরমান উদ্দীন,আসিফুজ্জামান ও হেলাল উদ্দীন।
বক্তব্যের প্রারম্ভে প্রধান অতিথি বলেন,মানবতায় জোনাকী ফাউন্ডেশন অনেকদুর এগিয়ে এখন এগিয়ে আসতে আমাদের,সমাজের ধনী শ্রেণীর।
উদ্বোধকের বক্তব্যে ছিল নানা নির্দেশনা।নিজেকে সংগঠনটির আপনজন হিসেবে পরিচয় দিয়েছেন।
প্রধান আলোচক সংগঠনটির উপদেষ্টা হিসেবে সংগঠনের পরিকল্পনা এবং সফলতা নিয়ে বিশেষ আলোচনা করেন।
বিশেষ অতিথিরা ছিল প্রশংসায় পঞ্চমুখ।ভবিষ্যৎ এ সংগঠনটির পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন।
সভাপতি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের সকল সফলতা সদস্যবৃন্দ এবং সকল শুভাকাঙ্খীদের উৎসর্গ করেন।