আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিদিনঃ

আনোয়ারা উপজেলায় স্বাধীনতার মহান বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস অনুষ্ঠিত হয়।

গত শনিবার ১৫ আগষ্ট, সকাল থেকে আনোয়ারা উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে

এর আগে ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও অনুষ্ঠানে শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট কালো রাতে নিহত সকলের আত্নার শান্তি কামনাত্বে এক মিনিট নীরবতা পালন করা হয় ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহ নির্বাহী অফিসার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী,আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি)দুলাল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা রাশেদুল হক।

আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব, ৫ নং বরুমচড়া ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহদাৎ হোসেন, উপজেলা প্রসাশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ প্রমূখ।