এম.আবু তালেব,আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকার উত্তরে ডেইরী ব্রীজের উপর থেকে দুই যুবককে একটি দেশীয় তৈরী একনলা বন্ধুক ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশের একটি দল।
অদ্য ১২/০৮/২০ইং দুপুর প্রায় ১২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার এস আই খায়রুজ্জামান,এএসআই রেজাউল করিম মামুন ও এএসআই নয়ন তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন– ৩নং রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামের খামার বাড়ির মৃত সিরাজ কবিরের পূত্র সাইফুল ইসলাম(২৪), মৃত মোঃ আলীর পূত্র মোঃ মহি উদ্দিন(২৩)
এসময় ঘটনা স্থল হতে সাইফুলের বড় ভাই মোঃ শেকাব উদ্দিন(২৬)পালিয়ে যান বলে জানা যায়।
এ ব্যাপারে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম অস্ত্র বিক্রি হচ্ছে সাথে সাথে আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের গ্রেফতার করি এবং ঘটনা স্থল হতে গ্রেফতারকৃত সাইফুলের বড় ভাই শেকাব পালিয়ে যায়।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান,গ্রেফতারকৃতদের নামে আনোয়ারা থানায় মামলা দায়ের শেষে তাদের জেল হাজতে প্রেরন করা হয় এবং পলাতক শেকাবকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে আনোয়ারা থানা পুলিশ।