আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার ছিরাবটতলী বখতিয়ার পাড়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ।
আজ দুপুর ১২ টায় উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ছিরাবটতলী বখতিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছেলেটির নাম মোহাম্মদ নাঈম (৬) । সে একি এলাকার মোহাম্মদ বাদশার সন্তান ।
দুপুরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বখতিয়ার পাড়া তরতীলুল কুরআন মাদ্রাসা সংলগ্ন পুকুরে খুঁজার জন্য আনোয়ারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে ডুবুরি দল ও স্থানীয় লোকজন পুকুর থেকে ছেলেটির লাশ উদ্ধার করেন ।