জোয়ারের পানিতে থৈ থৈ আনোয়ারা সদর ভূমি অফিস 

আনোয়ারা প্রতিদিন ডেস্কঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভূমি অফিস পানিতে থৈ থৈ করছে। বেশ ক’দিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভূমি অফিসের অফিসিয়াল কার্যক্রম নির্দিষ্ট সময়ের আগে বন্ধ করে দেওয়া হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ৩টার সময় অফিসের মধ্যে হাটু পরিমাণ পানি থৈ থৈ করছে। এতে নষ্ট হচ্ছে সরকারি বেশ কিছু আসবাবপত্র। গত তিনদিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে দৈনিক দু’বার করে পানি ঢুকছে।

প্রতিদিন দুপুর ১টায় শুরু হয় জোয়ারের পানি ওঠা। এর পর আস্তে আস্তে পানি বাড়তে থাকে। বিকাল চারটা পর্যন্ত পানি স্থির থাকে। ৫টার সময় অফিস বন্ধ করার সরকারি নিয়ম থাকলেও জোয়ারের পানি বাড়তে থাকায় তিনটায় তাড়াহুড়ো করে বন্ধ করে দিতে হয়।

এতে অফিসিয়াল কার্যক্রম ব্যহত হচ্ছে।তাছাড়া রাতের বেলার জোয়ারেও আরেকবার পানি ঢুকে। এমনকি অফিসে হাঁটুসমান আবার বাইরে কোমর সমান পানিও হয়। অফিসের বাইরে মানুষের হাঁটাচলা আর রিকশা-ট্রাক চলাচলের সময় সেই পানি ঢেউ খেলছে।

গত তিনদিনের জোয়ারের পানিতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা। ইকবাল নামে এক ব্যক্তি ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অফিসে আসলে জোয়ারের পানির কারণে অফিস বন্ধ থাকায় সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নতুন নয়। প্রতিবছরই জোয়ারের পানিতে সয়লাব হয়।

এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে বার বার বলাও হয়। কিন্তু অবস্থা কোনোভাবেই পরিবর্তন হয় না। ডুমুরিয়া রুদুরা এলাকার ইছামতি খালে সুইসগেট না হলে এরকম জোয়ারের পানির ভোগান্তির শেষ হবে না।

এই বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর চৌধুরী বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে। তবে এই সমস্যার দ্রুত সামধান হবে। পাশ্বে সদর ইউনিয়ের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়েছে। অল্প কাজ সেখানে অপূর্ণ রয়েছে। দ্রুত সেখানে অফিস হস্থান্তর করা হবে। সেটি হস্থান্তর হলে জোয়ারের পানি থেকে স্থায়ীভাবে পরিত্রাণ পাওয়া যাবে।