আনোয়ারা প্রতিদিনঃ
‘ত্রাণ নয়, টেকসই বাঁধ চাই’ দাবিতে চট্টগ্রামের আনোয়ারায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩ আগষ্ট বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপকূলের হাজারো বাসিন্দা অংশ নিয়ে বাঁধ নির্মাণে দুর্নীতিবাজদের বিচার দাবি করেন এবং টেকসই বাঁধ নির্মাণ কাজে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে উপজেলার সামাজিক সংগঠন স্বপ্নবাজ, আলোকযাত্রী, সোনালী সংঘ, বার আউলিয়া ফাউন্ডেশন, উত্তর পরুয়াপাড়া একাডেমি, একতা সংঘ ও তরুণ মুসলিম ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহস্রাধিক তরুণ-যুবক অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রকৌশলী মো.শাহজাহান, নুরুচ্ছালাম, মাওলানা আবদুর রহিম, এএইচএম নিজাম উদ্দিন চৌধুরী, হাফেজ মো. নাছির উদ্দিন, নুরুল আবছার সবুজ, নাছির বাঙালী, আহমদ কবির, জালাল লিটন, মানিক আখতার কামাল, মো. দিদার ও লোকমান হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, ৯১ এর ঘূর্ণিঝড়ের পর থেকে আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর রক্ষায় স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি করে আসছে এই ইউনিয়নের ৪০ হাজার মানুষ।
৩০ বছর পেরিয়ে গেলেও ইউনিয়নবাসীর এ দাবি পূরণ হয়নি। আমাদের সব সময় বাঁধ ভাঙা আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে ঘুম হয় না চোখে এলাকাবাসীর ।
আবার সরকার যখন বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দ দেয় তখনই এক শ্রেণির ক্ষমতালোভী দূর্নীতিবাজ লোকের কারণে সেই বাঁধ টেকসই হতে পারে না। তাই আজকের মানববন্ধনে শত শত ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি কোনো দুর্নীতিবাজ নেতার মাধ্যমে নয়, সরাসরি সেনা বাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।