আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে ২ ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৯ টায় পশ্চিমচাল সুলতান চেয়ারম্যান বাড়ী থেকে ১ শ ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল স্থানীয় মুন্সি মিয়ার পুত্র জসিম উদ্দিন (৪০) ও মৃত বাবু মিয়ার পুত্র আব্দুল নুর (৪০)। রবিবার (১৯ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বারশত ইউনিয়নসহ আনোয়ারার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার আদালতে প্রেরণ করা হয়।