শেরে মিল্লাত ওবাইদুল হক নঈমী’র ইন্তেকালে আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরীর শোক প্রকাশ

 

আনোয়ারা প্রতিদিনঃ

দেশের অন্যতম শীর্ষ আলেম,শেরে মিল্লাত,  শাইখুল হাদিস, লেখক, গবেষক আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী(৭০) ইন্তেকাল করেছেন [ইন্না– রাজেউন]।

গত ৬ জুলাই,বিকাল ৫.১০ মিনিটে চট্টগ্রাম ষোলশহরস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এই বরেণ্য আলেমে দিন,আলেম সমাজের উজ্জল নক্ষত্র মুফতি আল্লামা ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছেন।

এই বরেণ্য আলেমে দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে, এক শোকবাণী দিয়েছেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী।

তিনি জানান ,আল্লামা ওবায়দুল হক নঈমীর মৃত্যুতে দেশ ও জাতীর অপুরণীয় ক্ষতি হল।এ ক্ষতি কখনো পুরণ হবার মত নয়।জাতি একজন দক্ষ মানুষ গড়ার কারিগরকে হারালো বলে মনে করছি ।

নিবেদক—

আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী,

চেয়ারম্যান…..

জিনিয়াস বাংলা ২৪টিভি

চেয়ারম্যান……

আনোয়ারা উপজেলা পরিষদ

আনোয়ারা, চট্টগ্রাম।