চাক্তাই খাঁন মার্কেট চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম পালিত

নিজস্ব প্রতিনিধি

১০-১২-২০১৯

গতকাল ০৯-১২-২০২৯ রোজ সোমবার চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকার হামিদ খাঁন জামে মসজিদ মাহফিল কমিটি ও খাঁন মার্কেট সকল ব্যবসায়ী বৃন্দ কতৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষ্যে ১১ তম আজিমুশশান মিলাদ মাহফিল ২০১৯ পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন আজম খাঁন রাশেদ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদুল হক কাজেমী আল-কাদেরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ মারুফ বিল্লাহ মজিবী নক্সবন্দী মুজাদ্দিদী এবংবিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুহম্মদ রবিউল আলম আল-কাদেরী।

উক্ত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠানে আলেম-ওলামা ও জনসাধারণ ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মুহাম্মদ সলিমুউল্লাহ রজবী।