আনোয়ারায় সিইউএফএল বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় শ্রমিক নেতা গুরুতর আহত

আনোয়ারা প্রতিদিন;

আনোয়ারা উপজেলায় শ্রমিক লীগের আইন বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ (৩৫) ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গত ৪ জুলাই রাত সাড়ে ৮টায় সিইউএফএল বাজারে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে।

জানা যায়, শনিবার রাতে সিইউএফএল বাজারে ডিএপি সার কারখানা সাবেক সিবিএ সভাপতি ফরিদ আহমদের উপর দূবৃর্ত্তরা অতর্কিত হামলা চালালে তিনি গুরুতর আহত হন। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহ-সভাপতি মামুনুর রশিদ জানান, ফরিদের উপর অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

সিইউএফএল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের জানান এরকম কোন ঘটনার কথা তিনি শোনেননি বলে জানান।