করোনা পরিস্থিতি মোকাবিলায় জোনাকী ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয় উদ্বোধন

রিফাত  মিয়া, আনোয়ারা প্রতিদিন;

করোনা পরিস্থিতিতে অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষদের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে জোনাকী ফাউন্ডেশন স্বাস্থবিধি মেনে উদ্বোধন করল দাতব্য চিকিৎসালায়।

আজ(বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ১টা পর্যন্ত ঝি.বা.শি. উচ্চ বিদ্যালয়ের সামনে সংগঠনের প্রধান কার্যালায়ে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়।এইসময় সামর্থহীনদের ফ্রী ঔষধ প্রদান করা হয়।

উক্ত দাতব্য চিকিৎসালয় এর শুভ উদ্বোধন করেন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা.রাশেদুল আলম।এইসময় উপস্থিত ছিলেন জোনাকী ফাউন্ডেশনের সদস্য ইরফানুল হক সাজিন,জাবেদ হোসেন,শাহদাত হোসেন,আবু তাহের,ফারহানা আকতার,মুনতাছিরসহ প্রমুখ।

উদ্বোধনকালে সংগঠনটির চেয়ারম্যান বলেন,করোনা পরিস্থিতিতে যতদিন সম্ভব এই সেবা চলমান থাকবে।এই সময় তিনি সবাইকে ঘরে থাকারও পরামর্শ দিয়েছেন।

এইসময় বেশ কিছু রোগীর সাথে কথা বলে জানতে পারলাম তারা দেশের করুন সময়ে এমন সেবা পেয়ে সন্তুষ্ট।