আনোয়ারায় চোলাইমদসহ সিএনজি ড্রাইভার আটক

 

আনোয়ারা প্রতিদিন;

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৮০ লিটার চোলাইমদসহ ইব্রাহিম খলিল (২৬) নামে এক সিএনজি ড্রাইভার ও দুইটি সিএনজি গাড়ী আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

বুধবার(২৪ জুন) রাত সাড়ে দশটার দিকে এসআই আবুল ফয়েজ জুয়েল ও এএসআই রেজাউল করিম মামুনসহ তাদের সঙ্গীয় ফোর্সদের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের কলঘর দোয়ারের সামনে হইতে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়,থ-১৩ ৫৮৫৩ নাম্বারসহ দুইটি সিএনজি গাড়ী করে দেশীয় চোলাই মদ বহন করা হচ্ছে বলে খবর পেয়ে ডিউটিরত পুলিশ গাড়ী দুটি আটক করে। পরে পুলিশ আটককৃত সিএনজি গাড়ী দুটি তল্লাশী করলে ইঞ্চিন ভিতর হতে ৮০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

এসময় পুলিশের অবস্থা টের পেয়ে অপর সিএনজি চালক মন্জুর আলম(২৫) পালিয়ে যায়। পুলিশ সূত্র জানা যায়,আটককৃত আসামী ইব্রাহিম খলিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিউটিরত পুলিশের একটি টিম হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদসহ ইব্রাহিম খলিল নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ। এসময় অন্য এক আসামী পালিয়ে যায়।

এসময় সিএনজি গাড়ী হতে ৮০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ২৪(খ) ২৬ (১) মামলা রুজু করা হয়।