চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেলিনা আকতার (২২) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার ভোর ৫ টার দিকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আনোয়ারা মেডিকেলের সামনে এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত যুবতীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি তার নাম সেলিনা আক্তার সেলী।
তিনি বাঁশখালী থানার সাধনপুর গ্রামের জেবল হোসেনের মেয়ে এবং তার স্বামীর নাম সাকিব। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালী মালুমঘাট এলাকার নোমানের ছেলে। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বৈরাগ তেলের দোকানের মালিক শফিকের ভাড়া বাসায় থাকতো।
ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছে। এ ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে। এবং লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।